স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ৫ দিন ব্যাপী লোক সাংস্কৃতিক উৎসব সমাপ্ত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তিনি বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসের সাথে সাহিত্য সংস্কৃতির ঐতিহ্য বহু আগে থেকে জড়িত। মহান মুক্তিযুদ্ধের সময় ও সাংস্কৃতিক কর্মীরা মুক্তিযোদ্ধাদের উজ্জবিত করেছিল। আমাদের সাংস্কৃতিক আঙ্গনে লোক সাংস্কৃতির উৎসব অতিব গুরুত্বপুর্ণ। সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা ছাড়া কোন জাতি উন্নয়ন সম্ভব নয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উলাহ আল হাদী, অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো: শহিদুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাংস্কৃতিক ব্যক্তি হেনরি সরদার, সহ জেলার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।