চীফ রিপোর্টার ঃ মেয়াদ পুর্তির আগেই সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির আট সদস্য পদত্যাগ করলেন। গতকাল রাতে নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনার এ্যাড. কুন্ড তপন কুমার দৃষ্টিপাতকে জানান এগার সদস্য বিশিষ্ট কমিটির ৮ জন পদত্যাগ করায় সংগঠনের গঠনতন্ত্রের ১ (খ) এর ৪ (চ) ধারা অনুযায়ী কার্যকরি পরিষদ বিলুপ্ত হয়েছে। পদত্যাগকারী সদস্যরা হলেন সহসভাপতি এ্যাড: গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক এ্যাড: শেখ সাইদুর রহমান, অর্থ সম্পাদক এ্যাড: জেএম আব্দুলাহ আল মামুন, সহ সম্পাদক (লাইব্রেরী) এ্যাড: আব্দুল জলিল, ক্রীড়া সম্পাদক এ্যাড: আ,ক,ম সামছুদ্দোহা খোকন, মহিলা সম্পাদীকা এ্যাড: শাহানা ইমরোজ স্বপ্না, সদস্য এ্যাড: তারেক ইকবাল অপু, শাহরিয়ার হাসিব, এগার সদস্যের অপর তিন জন সভাপতি এ্যাড: আবুল হোসেন-২, সাধারন সম্পাদক এ্যাড: আ.ক,ম রেজওয়ানউলাহ সবুজ এবং সদস্য এ্যাড: ফিরোজ আহসান পদত্যাগ করেননি। কিন্তু আইনজীবীদের সংগঠনের ৮ বিজ্ঞ আইনজীবী নেতার পদত্যাগ দৃশ্যতঃ সচেতন মহলের মাঝে যেমন মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অনুরুপ বিভাজনের ক্ষেত্র তা স্পষ্ট করেছে। নির্বাচন কমিশনার এ্যাড: কুন্ড তপন কুমার জানান তিনি হুমকির মুখে এবং নিরাপত্তাহীন বোধ করছেন।