স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দুর্নীতি বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সম্মেলন কক্ষে আঞ্চলিক পাসপোর্ট সহকারী পরিচালক মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (সজেকা) খুলনার সহকারী পরিচালক মো: সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম। তিনি বলেন, পাসপোর্ট অফিসের বাহিরে দুর্নীতির কথা শুনি। নাগরিকদের সাথে ভাল ব্যবহার করতে হবে। কর্মকর্তা কর্মচারীদের সুনামের সাথে সেবা প্রদান করতে হবে। বিশেষ অতিথি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা বলেন, পাসপোর্ট সেবা নিতে আসা নাগরিকদের কোন সমস্যা থাকলে বুঝিয়ে বলা ভালো। গ্রাহকদের সেবা হতে বঞ্চিত করা যাবে না। দায়িত্ব পালনে আরো আন্তরিক হতে হবে। বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, সদস্য আব্দুর রব ওয়ার্ছি, অধ্যক্ষ মো: রেজাউল করিম, শেখ মুশফিকুর রহমান মিল্টন, জিএম নাজমুল আরিফ, লিলি জেসমিন, পাসপোর্ট অফিসের লাবনী খানম ও মাহফুজুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক মো: সাক্ষাওয়াত হোসেন বলেন, সরকারী নিয়মনীতি মেনে দায়িত্ব পালন করবেন। সেবা গ্রাহকদের সাথে সর্বদা ভাল আচরণ করবেন। সেবা দানকারীদের রুমে সামনে সেবা কর্ম নির্দেশনা টানানো জরুরী। সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতির অভিযোগ পেলে নিয়মানুযায়ী অভিযান পরিচালনা করা হবে। এসময় পাসপোর্ট অফিসের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান বাবলা।