মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিনিয়ত ভাংগনে ইছামতি ও কালিন্দী নদী \ ছোট হয়ে আসছে সাতক্ষীরা \ বাংলাদেশ হারাচ্ছে ভূ—খন্ড \ স্থায়ী সমাধান জরুরী প্রয়োজন মেগা প্রকল্প গ্রহণ \ এখনই সময় দেবহাটা সর: পাইলট হাইস্কুলের শহীদ মিনার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ দেবহাটা রিপোটার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ দেবহাটায় তারুণ্যের উৎসব উদযাপনে পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে গর্ভবতী গরু জবাই \গ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সাতক্ষীরায় প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মনিরুল ইসলাম রসুলপুর জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাই উদ্বোধন ডুমুরিয়ার বিল ডাকাতিয়ায় সাড়ে ৪ হাজার হেক্টর আবাদী জমিতে বোরো চাষ অনিশ্চিত খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নে মাসিক দরবার অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার: আনসার ব্যাটালিয়ন মাসিক দরবার অনুষ্ঠিত হয়েছে। পুরাতন সাতক্ষীরা জমিদার বাড়ী, গতকাল বেলা ১১টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে পরিচালক এনামুল খাঁন বিভিএমএস সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাবিলদার মোঃ সরোয়ারদী পেশ ইমাম। পরে পরিচালক এনামুল খাঁন বিভিএমএস ৩০ আনসার ব্যাটালিয়নের দরবারে উপস্থিত সকলের উদ্দেশে গত এক মাসের উল্লেখ্যযোগ্য উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন এবং মহাপরিচালক মহোদয়ের সাথে ব্যাটালিয়ন কমান্ডারস কনফারেন্সের বিভিন্ন পয়েন্ট ও সিদ্বান্ত নিয়ে আলোচনা করেন। এসময় তিনি বলেন বাংলাদেশ বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেস্টায় পারমানবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশে অন্তর্ভুক্ত হয়েছে। দেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মান, মেট্রোরেল ও কর্ণফুলি টানেল নির্মান, গ্রামে নাগরিক সুবিধা প্রদানসহ সকল ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়নের হয়েছে। ব্যাটালিয়ন আনসারদের চাকুরী স্থায়ীকরন, যুগোপযুগী অস্ত্র ও ইউনিফর্ম প্রদান, রেশন সামগ্রী প্রদান ও বেতনভাতা বৃদ্ধিসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, ইউনিটের সকল সদস্যগনের উদ্দেশ্যে আরোও বলেন কোন সদস্য কারো বিরুদ্ধে কোন প্রকার মিথ্যা বা বানোয়াট অভিযোগ দাখিল করলে সেই অভিযোগ মিথ্যা প্রমানিত হলে মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। সৈনিকদের একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করার নির্দেশ প্রদান করেন। এরপর পরিচালক মহোদয় ফায়ারিং, রায়ট কন্টেস্নাল ডেমো প্রেকটিস, আনসার ভিডিপি ব্যাংকের শেয়ার, ব্যাটালিয়ন মুভ, চিকিৎসা অনুদান, ব্যাটালিয়ন আনসারদের ভালো কাজের স্বীকৃতি, পদোন্নতি, ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী, অস্থায়ী ব্যাটালিয়ন আনসারদের এসিআর, প্রনোদনা, ব্যাটালিয়ন আনসারদের জাতিসংঘ মিশন সহ সকল বিষয়ে আলোচনা করেন। এসকল বিষয়ে সময়োপযোগী ও কল্যনামূলক সিদ্ধান্ত গ্রহনের জন্য মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এপিসি মোঃ রফিকুল ইসলাম, হাবিলদার মোঃ সরোয়ারদী, নায়েক মোঃ ইসমাইল হোসেন, ল্যান্স নায়েক মোঃ সাহদাৎ হোসেন ও ব্যাটালিয়ন আনসার মোঃ তাজউদ্দিন। শেষে ব্যাটালিয়নের সহকারী পরিচালক রোকসানা শারমীন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে প্রশিক্ষণ (আনসার) শাখায় বদলী জনিত কারনে ক্রেস্ট ও পুরুস্কার প্রদান করেন দরবার অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইনুল হাসান কোম্পানী কমান্ডার ৩০আনসার ব্যাটালিয়ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com