চীফ রিপোর্টার ঃ সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিলাহ বোডিং এর আয়োজনে সম্মানিত হাফেজদের পাগড়ী সহ সনদ প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা মিলনায়তনে আহছানিয়া মিশন এতিমখানা কাম লিলাহ বোডিং এর সভাপতি আব্দুর রব ওয়ার্ছির সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৃষ্টিপাত সম্পাদক ও জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার মুফতি আক্তারুজ্জামান, সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন। বক্তারা বলেন, ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআন। কুরআনকে আমরা গ্রহন করব। প্রত্যেক নরনারীর জন্য বিদ্যা শিক্ষা ফরজ। কুরআন অনুযায়ী নিজেদের কাজকর্ম পরিচালনা করব। আহছানিয়া মিশন এতিমখানা কাম লিলাহ বোডিং এর সম্মানিত হাজেফরা সমাজের গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হয়ে সেবামূলক কাজ করতে পারে এটাই আমাদের কামনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহসভাপতি সাবেক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, এতিমখানার সহসভাপতি সাবেক প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডাবলু, মিশনের সাধারন সম্পাদক মো: আজিজুল হক, কবি আব্দুল ওহাব আজাদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কাজী আব্দুল মহিদ, মৎস্যজীবী লীগের সভাপতি মীর শাহিন, সাধারন সম্পাদক শেখ তৌহিদ হাসান প্রমুখ। এছাড়া এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা, বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এর পূর্বে সম্মানিত হাফেজদের পাগড়ী সহ সনদ, ক্রেস্ট প্রদান করা হয়।