স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রশাসন ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের যৌথ আয়োজনে ঢাকা গামি সকল পরিবহন কাউন্টারে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকার নির্ধারিত ভাড়ার ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় যাত্রীদের সাথে আচার-আচারণ ও ভালো ব্যবহার হচ্ছে কিনা মনিটারিং করা হয়েছে। গতকাল সকালে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে পরিবহন কাউন্টার গুলোতে ভাড়া সংক্রান্ত মনিটরিং করা হয়। জানাগেছে, সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-ফিতর উৎযাপনের উপলক্ষ্যে নির্বিঘ্নে ও নিরাপদ মানুষের ঘরে ফেরা ও চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আলোকে বিআরটিএ সদর কার্যালয়ের নির্দেশনা ও গত ২৭ মার্চ জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের যৌথ উদ্যোগে পরিবহন কাউন্টার গুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় ও আগত যাত্রী সাধারণগনের সাথে ভালো আচরণ হচ্ছে কিনা এ সকল বিষয়ে মনিটারিং করা হয়।