শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

সাতক্ষীরা উত্তরা ব্যাংকের আয়োজনে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা উত্তর ব্যাংকের আয়োজনে গতকাল বেলা সাড়ে ৩টায় উত্তর ব্যাংক সাতক্ষীরা কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপক প্রজ্ঞানন্দ বালার সভাপতিত্বে প্রধানঅতিথি হিসাবে বক্তব্য রাখেন উত্তর ব্যাংক আঞ্চলিক কার্যালয় খুলনার মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোহাম্মদ রফিক নেওয়াজ। তিনি বলেন, স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠী ও অভিবাসী শ্রমিককে আধুনিক ব্যাংকের আওতায় আনতে হবে। অনেক মানুষ আছে যারা ব্যাংকে আসতে ভয় পাই তাদেরকে ব্যাংক সম্বন্ধে ভাল ধারনা দিতে হবে। সরকার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে ক্যাশ লেস ব্যাংকিং সহ ব্যাংকের সাথে সকল জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। বাংলাদেশে সকল নাগরিক ঋন পাওয়ার যোগ্য। তবে ঋন নিয়ে সঠিকভাবে কাজে লাগাতে হবে। উত্তরা ব্যাংক সহজ শর্তে ঋন প্রদান করে। নারীরা এখন পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি নারীরা উত্তর ব্যাংক থেকে ঋন নিয়ে স্বাবলম্বী হচ্ছে। উত্তর ব্যাংকে ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা আছে। সরকার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে উত্তর ব্যাংক সারতী হিসাবে কাজ করে যাচ্ছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ব্যাংক সাতক্ষীরা শাখার সেকেন্ড অফিসার মো: তমিজউদ্দিন, রিলেশনশীপ ম্যানেজার মুন্সী মো: শাহরিয়া, এসপি ও পার্থ প্রতিম রায়, প্রিন্সিপাল অফিসার মো: হাফিজুর রহমান, সিনিয়র অফিসার মো: আফসান আলী, অফিসার গ্রেড-২ লক্ষ্মী রায়। এসিন্ট্যান্ড অফিসার শিয়ান সানভিম প্রমুখ। এছাড়া উত্তর ব্যাংক সাতক্ষীরা শাখার গ্রাহকরা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com