স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদরের আসন্ন উপজেলা নির্বাচনে জাতীয় পার্টিল মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক মো: মশিউর রহমান বাবুর পক্ষে গণসংযোগ করা হয়েছে। গতকাল বিকালে সদরের আলীপুর বাজার সহ বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান বাবুর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরন করেছেন প্রার্থীর ভাই মো: মিজানুর রহমান। এসময় বাজারের ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী বাবুর জন্য ভোট চান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: সুমন হোসেন, সবুজ হোসেন, মো: মফিজুল ইসলাম, মো: শরিফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।