স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শহরস্থ উপ কর কমিশনারের কার্যালয়ে কর প্রদান কারীদের উপস্থিতি এবং দায়িত্বশীলদের সেবা প্রদানে দৃশ্যতঃ কাটালয়টিতে চলছে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত কর্মযজ্ঞ। আগামী ৩০ নভেম্বর আয়কর ও রিটার্ন দাখিলের শেষ দিন হওয়ায় শেষ মুহুর্তে ভিড় বেড়েছে। সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী হতে শুরু করে স্কুল কলেজের শিক্ষকরা রিটার্ন দাখিল করছে। কেউ বা কর প্রদানের চালান জমা দিচ্ছে আবার আয়কর প্রত্যয়ন গ্রহন করছে। গতকাল সরেজমিন উপ কর কমিশনার সার্কেল ১৩ খুলনা অঞ্চল সাতক্ষীরা কার্যালয় পরিদর্শনে দেখা গেছে অফিসে কর্মরতরা সেবা গ্রহীতাদের হাসিমুখে কোন ধরনের বিরুক্তি প্রকাশ না করেই সেবা প্রদান করছে। সুপারিনটেনডেন্ট শেখ খাইরুল বাসার, উচ্চমান সহকারী মোঃ সেলিম হোসেন, মিজানুর রহমান, আরিফ হোসেন, রাসের সহ অফিসে কর্মকর্তারা রিটার্ন কেবল জমা নিচ্ছেন না ভূল ত্র“টি থাকলে সংশোধন করে দিচ্ছেন, যারা রির্টান দাখিলে অনগ্রসর তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। অনেকে আবার আয়কর আইনজীবীদের মাধ্যমে রিটার্ন প্রস্তুত করছে। একাধিক করদাতা ও রিটার্ন দাখিল কারীর সাথে কথা বলে জানাগেছে অত্যন্ত সুন্দর পরিবেশে, অনিয়ম দুর্নীতি মুক্ত আবহাওয়ায় আয়কর চালান, রিটার্ন দাখিল সহ অপরাপর কাজ সম্পন্ন করছি। উপকর কমিশনার বিপুল কুমার সমাদ্দার অতি ব্যস্ততার সাথে আন্তরিক ভাবে সেবা প্রদান করে চলেছে। তিনি দৃষ্টিপাতকে জানান আমরা করদাতাদের সেবায় নিয়োজিত এবং স্বচ্ছতার সাথে আন্তরিকতাকে সঙ্গী করে সেবা প্রদান করার চেষ্টা করছি। তিনি জনগনকে আয়কর দেওয়ার ক্ষেত্রে আহবান জানান।