স্টাফ রিপোর্টার \ মন্ত্রীপরিষদ সচিব ডঃ শেখ আব্দুর রশীদের সাথে জেলা পর্যায়ে কর্মকর্তাগনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব ডঃ শেখ আব্দুর রশিদ। এ সময় তিনি বলেন, সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা এখানে সকল দিক থেকে এগিয়ে রয়েছে। সাতক্ষীরার মাটি খুবই উর্বর। এখানকার মাটিতে যা চাষ করা হয় তাই উৎপন্ন হয়। সাতক্ষীরা জেলায় প্রচুর পরিমাণে চিংড়ি উৎপাদিত হয়। এখানকার চিংড়ি মাছ,আম সহ বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি হয়। সরকার বিভিন্নভাবে দুস্থ ও অসহায় মানুষকে সাহায্য করে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানে আর অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা যাবে না। শিক্ষক ও ছাত্রদের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। সাতক্ষীরা মানুষ অত্যন্ত ভালো তাদের হৃদয় জয় করার চেষ্টা করবেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব ডঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মুশফিক, সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টে্রট রিপন বিশ্বাস, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম প্রমূখ। এর পূর্বে মন্ত্রীপরিষদ সচিব ডঃ শেখ আব্দুর রশীদ সাতক্ষীরা কালেক্টর পার্কে বৃক্ষরোপণ করেন। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।