পাটকেলঘাটা প্রতিনিধি \ প্রথিতযশা রাজনীতিবিদ সৈয়দ কামাল বখত সাকি, মততাজ আহমদ, স,ম আলাউদ্দীন, বিএম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোসলেম কমান্ডার সহ সমসাময়িক সজন্মা ব্যক্তিত্বদের পদচারনা আর সাংগঠনিক দক্ষতার ক্ষেত্র দক্ষতার সাতক্ষীরার তালা কলারোয়া, স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তি প্রাদেশীক ও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীরা সাংগঠনিক কারিশমার কল্যানে জয়ী হয়েছে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ কামাল বখত সাকী এবং মমতাজ আহমদের হাতে গড়া আওয়ামীলীগ সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে শক্তিহীন সাংগঠনিক দুর্বলতায় পুর্ণতা পেতে চলেছে। দেশের ঐতিহ্যবাহী, আলোচিত এবং বৃহত্তম জন সংখ্যা অধ্যুষিত তালা কলারোয়া আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য না থাকা দেশের প্রাচীনতম দলীয় যেমন সাংগঠনিক ভাবে পিছিয়ে পড়ছে অনুুরুপ ভাবে আওয়ামীলীগের উপজেলা ইউনিয়ন সহ তৃনমুলের নেতৃবৃন্দ হতাশায় ভুগছে। দীর্ঘ সময় আওয়ামীলীগ ক্ষমতায় কিন্তু দল সাংগঠনিক ভাবে শক্তিশালী না হয়ে জোট রাজনীতির ফাঁদে আটকে দল ক্রমান্বয়ে শক্তিহীন হয়ে পড়ছে। বিগত দিন গুলোতে দেখা গেছে সাতক্ষীরা এক আসন এর নির্বাচনের ফসল আওয়ামীলীগের ঘরে উঠেছে। একদা সাতক্ষীরার আওয়ামীলীগ বলতে সর্বাঙ্গ যে নাম উচ্চারিত হতো তা হলো তালা কলারোয়া, পর পর দুই মেয়াদে সাতক্ষীরা এক আসনে ওয়ার্কাস পার্টির প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য এ্যাড. মোস্তফা লুৎফুলাহ আওয়ামীলীগের সমর্থনে নির্বাচিত হন। দেশের সংসদীয় রাজনীতির ক্রমবিকাশে সংসদ সদস্যরা কেবল আইন প্রনয়নের মধ্যে তাদের কর্মযজ্ঞ সীমাবদ্ধ না রেখে নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডে প্রত্যক্ষ অবস্থানে অবস্থান করছেন। এক্ষেত্রে দলীয় সংসদ সদস্য দলের প্রতি যতটুকু আন্তরিক বা অনুগত, নেতা কর্মিদের মূল্যায়ন করবেন ভিন্ন দলের নেতৃত্বের জন্য তা সম্ভব নয় এমন হতাশা মিশ্রিত তীর্যক মনোবেদনা তালা কলারোয়ার আওয়ামীলীগ দলীয় নেতা কর্মি ও সমর্থকদের দলীয় সংসদ সদস্য না থাকায় দলীয় নেতা কর্মীদের মূল্যহীনতার পাশাপাশি দলে নেতৃত্বের বিকাশ ঘটছে না এবং দলীয় ভাংগন ও দুর্বলতা সঙ্গী হওয়াই স্বাভাবিক এমন মন্তব্য আওয়ামীলীগ নেতাদের। বিগত দুই সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দাবীতে তালা কলারোয়ার আওয়ামীলীগ নেতা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন কিন্তু বাস্তবতা হলো নিরাশ হয় স্থানীয় আওয়ামীলীগ। বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামীলীগ নেতা কর্মিরা দলের প্রতি শত ভাগ অনুগত্য প্রকাশ ও প্রদর্শন করে ওয়ার্কাস পার্টির নেতা এ্যাড. মোস্তফা লুৎফুলাহকে নির্বাচিত করেন, তালা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত শেখ নুরুল ইসলাম বলেন আমি মনোনয়ন পেলে সাতক্ষীরা এক আসনের আওয়ামীলীগের নেতাকর্মি সমর্থক সহ সাধারন মানুষের মাঝে প্রাণসঞ্চার ঘটে কিন্তু দল সিদ্ধান্ত পরিবর্তন করে মনোনয়ন দেন ওয়ার্কাস পার্টির এ্যাড. মোস্তফা লুৎফুলাহকে, সেদিন দলের নেতা কর্মিদের ক্ষোভ, হতাশা আর দ্রোহ বারুদের মত উদগিরিন হলে দলের সিদ্ধান্ত আমি সহ দলীয় নেতা কর্মিরা মেনে নেন। তালা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সরুলিয়ার চেয়ারম্যান মাষ্টার শেখ আব্দুল হাই এই প্রতিনিধিকে জানান বর্তমান সরকারের উন্নয়নের চিত্র সাতক্ষীরার অন্য কয়টি আসনে দৃশ্যমান হলে আমাদের এলাকায় কাঙ্খিত উন্নয়ন দৃশ্যমান নয়, হাতে গোনা কয়েকুিট শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি ঘটলেও রাস্তা ঘাটের তেমন উন্নয়ন দেখা মেলেনি। তালা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার দৃষ্টিপাতকে জানান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ভাল মনে করবেন সেটা মেনে নিতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সাতক্ষীরা এক আসনের আওয়ামীলীগের প্রার্থী মনোনয়ন পাবেন এমন আশা প্রত্যাশা দলীয় নেতা কর্মীদের।