স্টাফ রিপোর্টার \ আজীবন সংগ্রামী বাম রাজনীতির অন্যতম পুরাধা সাতক্ষীরা জেলা ওয়ার্কাস পাটির সভাপতি অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল (৫৭) গতকাল বিকালে রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। রাজনৈতিক ও শিক্ষাবীদ মহিবুল্লাহ মোড়ল ছাত্র রাজনীতির মাধ্যমে নিজেকে বিকশিত করেন। খুলনা সরকারি ব্রজলাল বিশ্ব বিদ্যালয় কলেজের ছাত্র মৈত্রির একনিষ্ঠ সংগঠক হিসেবে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের আন্দোলনে নিজেকে বিশেষ ভাবে সম্পৃক্ত করেন এবং একাধিক বার কারাবরন করেন। অত্যন্ত সাধারন জীবন যাপন কারী এই গুনি ব্যক্তিত্ব কলারোয়া বেগম খালেদাজিয়া কলেজের অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন। অত্যন্ত সামাজিক ব্যক্তিত্ব হিসেবেও তিনি নিজের পরিচিতি ঘটান। গতকাল বিকালে তার মৃত্যুর খবর সাতক্ষীরায় পৌছালে সর্বস্তরের জনগনের মাঝে শোকের ছায়া ছড়িয়ে পড়ে।