বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতা চৌমুহুনী নামক স্থানে বেহাল দশায় পরিনত হয়েছে। পানি নিস্কাশনের পথ না থাকায় এবং গর্তের সৃষ্টি হওয়ায় বর্ষা হলে সড়কটির উপরে পানি জমে যায়। যার করানে সড়কে চলাচলকারী ঢাকাগামী পরিবহন, লোকাল বাস, ট্রাক, মহেন্দ্রা, ইজিবাইকসহ পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও সড়কটির মাঝে মাঝে খানা খন্দকে পরিনত হলেও এব্যপারে কারও কোন মাথা ব্যাথা নেই। তাই সড়কটি যাতে অতি দ্রুত সংস্কার করা হয় সে ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু সু-দৃষ্টি কামানা করেছেন ভুক্তভোগি মহল।