সোমবার, ১২ মে ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের অগনিত অংশ জলাবদ্ধতায় \ খানা খোন্দক ও পানিতে ঝুকি নিয়ে চলছে যান চলাচল \ সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বহীনতার ক্ষেত্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২

দৃষ্টিপাত রিপোর্ট \ সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের খানা খোন্দকের বিভিন্ন অংশ পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারনে যানচলাচলের যেমন ব্যাঘাত ঘটছে অনুরুপ ভাবে সড়ক দূর্ঘটনার ঝুকি বাড়ছে। বিশেষ করে মোটরসাইকেল, বাইসাইকেল ও ভ্যানগাড়ী খন্দকে জমে থাকা পানিতে চাকা পড়তেই নিয়ন্ত্রনহীন হয়ে সড়কের উপর আছড়ে পড়ছে। যাত্রীবাহি যানবাহন, মাইক্রো সহ চার চাকার যানবাহন গুলোর চাকা গর্তে পড়তেই সড়ক দিয়ে চলাচল করা অন্যান্য যান ও পথ চারীর শরীরে কাদাময় দুষিত পানি ছড়িয়ে পড়ছে। কোন কোন সময় গর্তে চাকা আটকে যাচ্ছে। সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের খানা খোন্দক অবস্থান সা¤প্রতিক নয়, দীর্ঘদিন যাবৎ সড়কটির বিভিন্ন অংশ খানা খন্দকে পরিনত হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাতে সড়কের কোন কোন অংশে অথৈ পানি, বিশেষ করে আলিপুর হাটখোলা এলাকা, বাকাল পেট্রোল পাম্প এলাকা বাকাল চেক পোষ্ট সংলগ্ন এলাকা, বহেরা বাজার এলাকা, কুলিয়া নতুন বাজার সংলগ্ন এলাকা, চারাবটতলা, সখিপুর হাসপাতাল এলাকা, এমনি ভাবে অগনিত এলাকা পানি, গর্ত আর খন্দকে পরিপূর্ণ। জীবনের ঝুকি নিয়ে যানবাহন চলছে। প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা ঘটছে। বিশেষ করে দুই চাকার মোটর সাইকেল ও বাইসাইকেল চরম ঝুকি নিয়ে চলাচল করছে। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের এমন দূরবস্থা এবং দূর্ঘটনা প্রবন পরিস্থিতি সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতা জনসাধারনের জন্য অধিকতর বিপদজনক ও ঝুকিময় সড়কে পরিনত করছেন। ভূক্তভোগীদের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com