দেবহাটা অফিস ॥ সাতক্ষীরা কাীলগঞ্জে সড়কের জন্য বর্তমান সময়ে মরন ফাঁদে পরিনত হয়েছে ইট বিছানো সড়ক। একাধিকস্থানে ইট বিছানো থাকায় যাত্রীবাহী বাস সহ মইক্রো, মোটরসাইকেল ইটে পিচ্ছিল হয়ে দূর্ঘটনায় পতিত হচ্ছ। পিচের রাস্তায় পিছ হবে এটাই স্বাভাবিক কিন্তু সড়ক ও জনপথ বিভাগ ইট বিছিয়ে দূর্ঘটনাকে ত্বরান্বীত করছে। বৃষ্টির পানি, কাটা ইট রাস্তাকে অধিকতর বিপদজনক করে তুলেছে। দেবহাটা কুলিয়া ইউনিয়ন পরিষদ ও কাচা বাজার সংলগ্ন ও উত্তর পারুলিয়ার চারাবটতলা এলাকার সড়কে পিচের পরিবর্তে ইট বিছিয়ে সড়ক করায় যাতায়াতে বিড়ম্বনায় পড়ছে জনসাধারন। কোন কোনস্থানে ইট স্থান চ্যুত সহ খানা খন্দকের সৃষ্টি হয়েছে যা দূর্ঘটনার অন্যতম কারন। সড়ক ব্যবহারকারীদের জন্য অস্বস্তির ও দূর্ঘটনার কারন ইট বিছানো সড়কের পরিবর্তে পিচ অথবা কনক্রিটের সড়ক নির্মানে কর্তৃপক্ষ উদ্যোগী হবেন।