স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম। তিনি জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিচালনা কমিটির চেয়ারপার্সন নাসরিন হাসান, সিনিয়র শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, মাজহারুল ইসলাম, আবু মোঃ জাকারিয়া, সিরাজুল ইসলাম, শামীমা আক্তার, শামছুন্নাহার ফেরদৌস, সালমা জেসমিন, নাছিমা আক্তার, শহিদুল ইসলাম, দেবাশীষ দাস, রিনা রানী রায়, প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, লাফ দড়ি খেলা সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক—শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কিন্ডারগার্টেনের শিক্ষক রাফিজা খাতুন।