স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর প্রীতিভোজ ২০২২ অনুষ্টিত হয়েছে। গতকাল রাতে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর আয়োজনে জেলা প্রশাসক ও পাবলিক লাইব্রেরীর সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। এসময় বক্তারা বলেন, পাবলিক লাইব্রেরী শিক্ষার বাতিঘর। লইব্রেরীতে কবি, সাহিত্যিকদের পদচারনা থাকতে হবে। শুধু তাই নই শিক্ষার্থীদের পাবলিক লাইব্রেরীতে সময় দিতে হবে। অধ্যায়ন করতে হবে বিভিন্ন ধরনের বই। যত বেশী পড়বেন ততই জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। পাবলিক লাইব্রেরী শিক্ষা সংস্কৃতির একটা মিলনকেন্দ্র। বক্তারা আরোও বলেন, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীকে আধুনিকায়ন করতে হবে। জ্ঞান চর্চা বৃদ্ধির লক্ষে বিশ্বমানের নতুন নতুন বই রাখা জরুরী। বই থাকলে এখানে পাঠক আসবে। পাবলিক লাইব্রেরীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজা রশিদ, দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, সহকারী কমিশনার মোঃ মহিউদ্দীন, পাবলিক লাইব্রেরী সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যাপক গাজী আবুল কাশেম, যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দীন হাসেমী তপু, নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলূ, অধ্যক্ষ আশেক ই-এলাহি, শেখ হারুন অর রশিদ, প্রভাষক রেজাউল করিম, প্রমুখ। অনুষ্ঠানে লাকী কুপনের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল।