স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা খুলনা রোড মোড়স্থ ইমারাত নির্মান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। খুরনা রোড আঞ্চলিক শাখার আয়োজনে গতকাল রাতে শহরের সংগ্রাম হাসপাতাল এর উত্তর পাশ্বে সাতক্ষীরা জেলা ইমারাত নির্মান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ইমারাত নির্মান শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল বারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমারাত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদের নবগঠিত সাধারন সম্পাদক নয় নং ওয়ার্ড আ’লীগের নেতা মো: নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো: জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, মো: শহিদুল ইসলাম সরদার, সভা শেষে সকলের সর্ব সম্মতিক্রমে খুলনা রোড মোড় ইমারাত নির্মান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটি গঠন করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি মাজহারুল ইসলাম, সাধারন সম্পাদক মো: তাজেল সরদার, সাংগঠনিক ম্পাদক মো: গোলাম মোস্তফা ও মো: আলমগীর হোসেন কে কোষাধ্যক্ষ মনোনিত করা হয়েছে। পরে সকলের সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এসময় বিপুল সংখ্যক ইমারাত নির্মান শ্রমিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ইমারাত শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক তফুর আলী।