স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা খুলনা রোড মোড় ভিআইপি মটর সাইকেল স্ট্যান্ডের বার্ষিক নির্বাচন ২০২৪ আগামীকাল অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে খুলনা রোড সহ আশপাশ এলাকায় ভোটের হাওয়া বয়ছে। ঐ এলাকার চায়ের দোকান সহ বিভিন্ন দোকানের সামনে ফেস্টুন লিফলেট ছেয়ে গেছে। এবারের নির্বাচনে সভাপতি সাধারন সম্পাদক সহ ৩ পদের বিপরীতে ৮ জন প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে। নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে ভোট চেয়ে নানা প্রতিশ্র“তি দিচ্ছেন। এবার নির্বাচনে সভাপতি পদে লড়ছেন ৩ জন এরা হলেন তরুননেতা নাজমুল হোসেন চেয়ার প্রতীক, আব্দুল জলিল প্রজাপতি ও নাছির হোসেন মোবাইল প্রতীক নিয়ে লড়ছেন। সাধারন সম্পাদক পদে লড়ছেন ৩ জন এরা হলেন, নজরুল ইসলাম বাঘ প্রতীক, মনিরুল ইসলাম হাতিদ নুর ইসলাম গোলাপ ফুল প্রতীক। সহ-সভাপতি পদের লড়ছেন ২ জন এরা হলেন আলমগীর হোসেন হরিন ও শাহিন আলম মটর সাইকেল প্রতীক। বাকি সকল পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো: আবিদুল হক মুন্না বলেন, কাল সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টায় উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ভোটার সংখ্যা কম হলেও আনন্দ উৎসব কিন্তু কম নয়। নির্বাচন পর্যবেক্ষনে থাকবে পুলিশ, মালিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। নির্বাচন কে শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন। নির্বাচনে ২৬ জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন।