স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা খুলনা রোড মোড় ভিআইপি মটর সাইকেল স্ট্যান্ডের বার্ষিক নির্বাচন ২০২৪ উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে ভোট গ্রহন। নির্বাচনে সভাপতি সাধারন সম্পাদক সহ ৩ পদে বিপরীতে প্রতিদ্বন্দিতা করেন ৮ প্রার্থী। এর মধ্যে প্রজাপতি প্রার্থীকে মো: আব্দুল জলির ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দি চেয়ার প্রতিকে মোঃ নাজমুল হোসেন ৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে হরিন প্রতীকে মোঃ আলমগীর হোসেন ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী মটর সাইকেল প্রতীক মোঃ শাহিন ৮ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে বাঘ প্রতীকে মো: নজরুল ইসলাম ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী গোলাপ ফুল প্রতীকে মো: নুর ইসলাম ১০ ভোট পেয়েছেন। নির্বাচন উপলক্ষে খুলনা রোড মটর শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল। শেষ মুহুর্ত ভোটারদের কাছে ভোট চান অনেকে। প্রতিদ্বন্দিতা পূর্ব নির্বাচন ২৬ জন ভোটার থাকলেও সকলে তাদের ভোটার অধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হলেন যারা যুগ্ম সাধারন সম্পাদক আলাউদ্দিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক খন্দকার সিরাজুল, কোষাধ্যক্ষ মোঃ আইয়ুব আলী, দপ্তর সম্পাদক মতিয়ার রহমান, ভোট পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মো: আবিদুল হক মুন্না, তিনি বলেন একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পেরেছি। মটর সাইকেল স্ট্যান্ডের সকল সদস্য অত্যান্ত বিনয়ী ও আন্তরিকতার মধ্যে কোন বিরোধ নেই। শান্ত পরিবেশ তাদের মধ্যে দীর্ঘ দিন বিদ্যমান রয়েছে। ভোট গ্রহন কালে কেন্দ্র পরিদর্শন করেন জেলা যুবলীগের সাবেক আহবায়ক আব্দুল্লা মান্নান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি টিটু, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।