মীর আবু বকর ॥ ঘূর্ণিঝড় হামুনের ক্ষয়ক্ষতি কমাতে এবং সার্বিক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অতিঃ পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ সজিব খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশিদ, অতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মইন, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ১ মোঃ সালাউদ্দিন,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ২ মোঃ আশিকুর রহমান, সড়কের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমী, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধাঃ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার সমাপনী বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ঘূর্ণিঝর “হামুন” এর ক্ষয়ক্ষতি কমাতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মানুষকে সর্বদা নিরাপদ থাকতে মাইকিং সহ বিভিন্নভাবে প্রচারণা চলছে। যদি ঘূর্ণিঝড় আঘাত হানে তবে সকলের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। সরকারের পাশাপাশি বেসরকারি এনজিও বা সংস্থা সমন্বয় রেখে কাজ করতে হবে। তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের কাছে খাওয়ার পৌঁছানোর জন্য শুকনা খাবার ও নিরাপদ পানি প্রস্তুত রাখা হয়েছে। মানুষ এবং গবাদি পশুর ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি।