স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জর্জ কোর্টের কর্মরত পলাশপোল গ্রামের মরহুম মোর্ত্তজা খানের বড় পুত্র আজমখান (৫০) গতকাল ভোর ৪টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না———রাজিউন) মৃত্যুকালে স্ত্রী, ভাই ২কন্যা এবং এক পুত্র সন্তান রেখে গেছেন। মরহুমের জানাযা নামাজ গতকাল বাদজোহর নবজীবন কারিগরী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় শরীক হন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজী, এছাড়া জানাযায় জর্জ শীপের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী সহ মরহুমের আত্মীয়স্বজন এলাকারমুসুল্লীরা উপস্থিত ছিলেন। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।