রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

সাতক্ষীরা জামায়াতের ব্যাপক প্রস্তুতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে আজ ১৮ ফেব্রুয়ারী সাতক্ষীরায় শান্তিপূর্ণ বিক্ষভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে সোমবার সন্ধায় সাতক্ষীরা জেলা জামায়াত কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদার সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, অফিস সেক্রেটারী ছাত্রনেতা রুহুল আমিন উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দিবেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। বিকাল সাড়ে ৩টায় এক যোগে শহরের চারটি প্রবেশদ্বার দিয়ে এক সাথে বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারী কলেজ মাঠে যেয়ে মিলিত হয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে। দলটির সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান জানান, কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, খুলনা রোড মোড় থেকে যে মিছিলটি বের হবেন তার নেতৃত্বে থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সদর আমীর মাও. মোশাররফ হুসাইন, কলারোয়া উপজেলা আমীর মাও. কামরুজ্জামান। আমতলায় নেতৃত্বে থাকবেন জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক ও তালা আমীর মাওলানা মফিদুল্লাহ। তুফান কোম্পানী মোড়ে নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মুহাদিস রবিউল বাশার, জেলা সেক্রেটারী মাও, আজিয়র রহমান, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, শহর আমীর মোঃ জাহিদুল ইসলাম, দেবহাটা আমীর মাও. অলিউল ইসলাম, কালিগঞ্জ আমীর মাও. আব্দুল ওহাব সিদ্দিকী, শ্যামনগর আমীর মাওলানা আব্দুর রহমান, শহর শিবির সভাপতি আল মামুন। আলিয়া মাদ্রাসা সংলগ্ন এতিমখানা মোড়ে নেতৃত্বে থাকবেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক ও আশাশুনি উপজেলা আমীর তারিকুজ্জামান তুষার।—প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com