স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক আফরোজা আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল নাবিদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডবলু, জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুর জামান, খেলাফত মজলিসের সভাপতি মুহাদ্দিস মোস্তফা কামাল, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, এলজিইডি নিবার্হী প্রকৌশলী তরিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন, মোহিনী তাবাসসুম প্রমুখ। এছাড়া সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরোসন, মাদকবিরোধী অভিযান পরিচালনা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।