স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলার উন্নয়ন সমন্বয় বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম, অতি: পুলিশ সুপার সদর সার্কেল মীর আছাদুজ্জামান, অতি: জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ডিডি কৃষিবীদ মো: সাইফুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা ডিডি গাজী মো: বশির আহমেদ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: শফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামিম ভুঁইয়া, জেলা আনসার কমান্ডেন্ট মুর্শিদা খানম, জন স্বাস্থ্য প্রকৌশলী মো: মহিদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: রিয়াজুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ডিডি শেখ মো: হাশেম আলী সহ জেলার সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।