মীর আবু বকর ॥ সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে, সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, জেলা আলীগের সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, সাধাঃ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগে নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুজ্জামান, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, জেলা মহিলা অধিদপ্তরের ডিডি এ কে এম শফিউল আজম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাজাহান কবির, জেলা সমাজ সেবা ডিডি সন্তোষ কুমার নাথ,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক শেখ মোঃ হাশেম আলী, সাতক্ষীরা বি আর টি এ সহকারী পরিচালক প্রকৌশলী মাহবুবুর রহমান,জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা ট্রাফিক ইন্সপেক্টর শ্যামল কুমার, সহ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।