স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা সাতক্ষীরায় ১ আসনের সংসদ সদস্য এড মুস্তফা লুৎফুলাহ, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি কৃষিবীদ ড জামাল উদ্দিন, অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট শেখ মইনুল ইসলাম মইন, সড়কে নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী সুজায়েত হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা বাস মালিক সমিতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাতক্ষীরা বিদ্যুতের আরি পলাশ কান্তি, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাধাঃ সম্পাদক জোৎস্না আরা, রেড ক্রিসেন্ট ইউনিটের সাধাঃ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, ইসলামী ফাউন্ডেশনের ডিডি আবুল কালাম আজাদ, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক এম শফিউল আজম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি শেখ হাসেম আলী, জেলা আনসার ভিডিপি পরিচালক এনামুল হক, জেলা আনসার কমান্ডেন্ট নাজমুন্নাহার, সাতক্ষীরা টিটিসি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কে.এম মিজানুর রহমান, সভায় বক্তারা বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। মানুষ এখন সুখে শান্তিতে জীবন যাপন করছেন। সাতক্ষীরায় মানুষ অন্যায় অপকর্ম থেকে বিরত রয়েছেন। মাদক চোরাচালান বন্ধ করতে হবে। জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ ভালোবাসে না। সকলের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সাতক্ষীরা গড়ে তুলতে হবে। এসময় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।