স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, ৩৩ বিজিবি সিও লেঃ কর্নেল আশরাফুল, সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার, জেলা মহিলা অধিদপ্তরের ডিডি শফিউল আজম সহ সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।