স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান, জেলা আলীগের সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, সাধাঃ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সুফিয়ান রুস্তম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি কৃষিবীদ সাইফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন কারিমী, জেলা আনসার কমান্ডেন্ট মুর্শিদা আক্তার, মহিলা অধিদপ্তরের ডিডি এ কে এম শফিউল আজম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক শেখ মোঃ হাশেম আলী সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।