স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারন সভা গতকাল দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২নং বিল্ডিয়ে সমিতির সভাপতি এ্যাডঃ মোঃ আবুল হোসেন (২) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ আলহাজ্ব এস,এম হায়দার, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ আলহাজ্ব স,ম সালাহউদ্দীন, এ্যাড: মো: আব্দুল মজিদ, পিপি এ্যাড: আলহাজ্ব আব্দুল লতিফ, এ্যাড: সৈয়দ এখলেছার আলী বাচ্চু, এ্যাড: শেখ আব্দুস সামাদ, এ্যাড: বিএম মিজানুর রহমান পিন্টু, এ্যাড: মোজাহার হোসেন কান্টু, এ্যাড: গোবিন্দ চন্দ্র বলভ, এ্যাড: এসএম আতাউর রহমান, এ্যাড: জিএম ওকালত হোসেন। বক্তারা বলেন, হিসাব হইতে সমিতির ৪,৬৩,০০০/- টাকা এ্যাড: এম, শাহ আলম নিজে উত্তোলন করে কোথাও জমা দেয় নি এবং ব্যয় করে নি। এ বিষয়ে সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রউফকে আহবায়ক করে সাবেক ৮জন সভাপতিকে দিয়ে তদন্ত কমিটির করা হয়। তদন্ত কমিটি ক্ষমতা পান। এছাড়া সাবেক সভাপতি এড. শাহ আলম আইনজীবী সমিতির ১৪,৪৮,৭৯৯,০৬/- টাকা আত্মসাৎ করেছেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী ৭ দিনের মধ্যে সাবেক সভাপতি এ্যাডঃ এম, শাহ আলম আত্মসাতকৃত ১৪,৪৮,৭৯৯,০৬/- টাকা আইনজীবী সমিতিতে জমা দিতে হবে। টাকা আত্মসাৎ এর অপরাধে গঠনতন্ত্র লঙ্ঘন করায় জেলা আইনজীবী সমিতির সদস্যপদ প্রত্যাহার করা হইল। আত্মসাতকৃত টাকা পরিশোধে ব্যর্থতায় আইনজীবী সমিতির সদস্যপদ স্থায়ী ভাবে প্রত্যাহার জন্য বাংলাদেশ বার কাউন্সিল প্রেরন করা হবে। এসময় বারের প্রায় দুইশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বারের সাধারন সম্পাদক আকম রেজওয়ান উলাহ সবুজ।