স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে গতকাল সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনী এলাকায় নিজেদের পছন্দের প্রার্থীর লিফলেট নিয়ে ভোটারদের কাছে যেতে দেখা গেছে সমর্থকদের। নির্বাচনে সভাপতি সাধারন সম্পাদক ১৩ পদের বিপরীতে ২৭ প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। জেলা আইনজীবী সহকারী সমিতির ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৫৭ জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে এগিয়ে রয়েছেন মো: আব্দুস সাত্তার (১), ও সাধারন সম্পাদক পদে শেখ আব্দুল মান্নান বাবলু এগিয়ে রয়েছেন। আইনজীবী সহকারী সমিতির নির্বাচন কমিশনার এড. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।