স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি অধ্যক্ষ এড. এসএম হায়দার আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল ১০টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী, পিপি এড. আব্দুল লতিফ, সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সালাউদ্দীন, সাবেক সভাপতি এড. আব্দুল মজিদ, সাবেক পিপি এড. সৈয়দ ইফতেখার আলী, এড. মুস্তফা লুৎফুল্লাহ, এড. ওসমান গনি, সাবেক সাধারন সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. আকম রেজওয়ান উল্লাহ সবুজ, বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুস আলী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, ডা: আবুল বাশার সহ বিজ্ঞ বিচারক জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসুল্লিরা। বাদ জুমা সদরের ফিংড়ি মরহুমের গ্রামের বাড়ি গোবরদাড়ি স্কুল মাঠে জানাযা শেষে অধ্যক্ষ এসএম হায়দার আলীর লাশ পারিবারীক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।