স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী প্রয়াত এড. আবুল হোসেন (২) মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এড.আবুল হোসেন এন্ড এসোসিয়েটস আয়োজনে ও এসোসিয়েটস এর প্রধান এড.শহীদ হাসানের তত্ত্ববধানে গতকাল বিকালে জেলা আইনজীবী সমিতির ভবনে জজকোর্টের জিপি ও জেলা আইনজীবী সমিতির পরিচালনা কমিটির আহবায়ক এড. শম্ভুনাথ সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: আশিকুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ এড.সালাউদ্দীন, সাবেক সাধারন সম্পাদক আকম রেজওয়ানউল্লাহ সবুজ,সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান দিলু ,এড.গোলাম মোস্তফা, এড. শহিদুল্লাহ (২), এড.মোজাম্মেল হক, এড.মহিতুল ইসলাম, প্রয়াত এড. আবুল হোসেনের কন্যা এড. মিঠু প্রমুখ। এছাড়া সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ বিচারকবৃন্দ, বিজ্ঞ আইনজীবী সহ আইনজীবী ভবনের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। দোয়া পরিচালনা করেন এড.জিয়াউর রহমান।