স্টক রিপোর্টার \ সাতক্ষীরা জেলা আইন সহায়তা কমিটির সাথে নারী সুরক্ষা ফোরাম ও সিএসও প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় নাজমুল সরণিতে শহরের ম্যানগ্রোভ খেলাঘরে মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিস্টিয়ান এইডের সহযোগিতায় আরা সংস্থার বাস্তবায়নে আরা সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসারুজ্জামানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ নাসির উদ্দিন ফরাজী। এ সময় তিনি বলেন, জেলা লিগ্যাল এইড অফিস তিন ধরনের আইনি সহায়তা দিয়ে থাকে। আইনি সহায়তা আমাদের পরিবারের প্রভাবকে উন্নত করতে এবং ফলাফলের স্থায়িত্ব নিশ্চিত করতে কাজ করে। বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করতে পারেন। আপনারা যে কোন আইনগত পরামর্শ পাবেন। আপনারা বিচার বিভাগ নিয়ে গবেষণা করেন। জেলা লিগাল এইড চেষ্টা করে যত দ্রুত সম্ভব ন্যায় বিচার দেওয়ার জন্য। বেশিরভাগ বিরোধ স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি হওয়ার কথা। সরকার বিনামূল্যে দেশের দরিদ্র জনগণকে আইনগত সহায়তা দিয়ে যাচ্ছে। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা অধিদপ্তরের উপ—পরিচালক নাজমুন নাহার, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভা সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, সাবেক কাউন্সিলর শফিকুদ্দৌলা সাগর, এড দিলীপ কুমার দেব, এড খাইরুল বদিউজ্জামান, এড সেলিনা পারভিন, সহকারী অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, আরা সংস্থা ইভেন অর্গানাইজার সুলতান মাহমুদ প্রমূখ। এছাড়া আরা সংস্থার কর্মকর্তা, নারী সুরক্ষা ফোরামের নেতৃবৃন্দ ও সিএসও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরা সংস্থার প্রজেক্ট কো—অর্ডিনেটর মোঃ আব্দুর রশিদ।