সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানিতেও বাজারে প্রভাব পড়েনি বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে সাতক্ষীরা পৌর—মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত মোবাইল—ইন্টারনেটে কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি ভারত থেকে এলো ২৭ হাজার মেট্রিক টন চাল টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস বিজিবি—জনগণ ‘শক্ত অবস্থান’ নেওয়ায় ভারত পিছু হটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাতক্ষীরা জেলা আ’লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের সবচেয়ে প্রাচীর ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আ’লীগ। ১৯৪৯ সালে ঢাকা রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকে বহু আন্দোলন সংগ্রাম মাধ্যমে ৭৩ বছর অতিক্রম করেছেন। বাংলাদেশ ও আ’লীগ একই সূত্রে গাঁথা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আ’লীগ প্রতিষ্ঠার পর তেকে সুসংগঠিত করেছিল। বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে মুক্তির জন্য পাকিস্তানী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমাদের উপহার দিয়েছিল এক স্বাধীন রাষ্ট্র। দিয়েছেন স্বাধীন ভাবে কথা বলার অধিকার। ১৯৭৫ সালে পাকিস্তানী শাসক গোষ্ঠী এ মহান নেতাকে সপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু আমাদের মাঝে আর নেই তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আ’লীগের হাল ধরেন। তিনি একাধারে ৩ বার বাংলাদেশ প্রধান মন্ত্রী নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছেন। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে উপনিত হয়েছেন। বাংলাদেশ এমন কোন স্থান নেই সেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। আজ দেশে উন্নয়নশীল দেশের কাতারে। সব সম্ভব হয়েছে জননেত্রীর বলিষ্ঠ পদক্ষেপের জন্য। সবচেয়ে বড় অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে হাতে পদ্মা সেতু উদ্বোধন করবেন। আ’লীগ মানে বাংলাদেশ ইতিহাস। দেশে স্বাধীনতা সংগ্রাম গনঅভ্যুত্থান, ছয় দফা সহ সকল আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন। দীর্ঘ ৭৩ বছরে আ’লীগ একটি শক্তিশালী সর্ববৃহত সংগঠনে পরিনত হয়েছে। আ’লীগের আজ ৭৩তম জন্ম দিন। কেন্দ্রের পাশাপাশি সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়েছে। তাহার ধারাবাহিকতায় সাতক্ষীরায় জেলা আ’লীগ র‌্যালী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন। জেলা আ’লীগের উদ্যোগে গতকাল বিকালে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি সদর আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবার রহমান, জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, শেখ সহিদ উদ্দীন, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, আহম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, মানব সম্পাদক বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেজুতি, সমাজ কল্যান এড. আজাহরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রতœা, সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর সভাপতি শেখ নাসেরুল হক, সাধারন সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন সহ জেলা আ’লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কেক কেটে নেতৃবৃন্দ দলের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। বিকালে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধন সড়ক প্রদক্ষিন করে। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে সংস্কৃতিক সন্ধ্যা, সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com