স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে এবং জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শফী আহমেদ, শেখ সাহিদুজ্জামান, এড. মোহাম্মদ হোসেন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আহম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম সেলিম, আতাউর রহমান কাজী আক্তার হোসেন, আ’লীগ নেতা এড. ওসমান গনি, হারুন-উর-রশিদ, ডা: মুনসুর আহমেদ, এড. আজহারুল ইসলাম, এড. অনিত মূখার্জী, লায়লা পারভিন সেজুতি, শেখ এজাজ আহমেদ স্বপন, ডা: সুব্রত কুমার ঘোষ, সহ জেলা আ’লীগের সকল সদস্য উপজেলা ও পৌর এবং সদর আ’লীগের নেতৃবৃন্দ। সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ১৭, ২১ আগষ্ট পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদদের স্মরণে নিরবতা পালন করা হয়।