স্টাফ রিপোর্টার ঃ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যার হুমকি ও কুচক্রিপুর্ণ বক্তব্যর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আ’লীগের আয়োজনে গতকাল বিকালে শহরের সঙ্গীতা মোড় এলাকায় জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, প্রধান বক্তা জেলা আ’লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম, বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবার রহমান, সহ-সভাপতি কাজী এরতেজা হাসান সিআইপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, আ’লীগ নেতা শেখ হারুন অর রশিদ, এড. ওসমান গনি, এড. অনিত মুখার্জী, শেখ আব্দুর রশিদ, শেখ এজাজ আহমেদ স্বপন, শেখ নাসেরুল হক, মোঃ শাহাদাৎ হোসেন, শামীমা পারভীন রতœা, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, ইসমতারা, মহিলা আ’লীগের সম্পাদক জ্যোৎনা আরা, সহ জেলা আ’লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আহম তারেক উদ্দিন।