স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আ’লীগের উদ্যোগে গতকাল বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, অবসর প্রাপ্ত শিক্ষক নীলকণ্ঠ সোম, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, আহম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, আ’লীগ নেতা এড. ওসমান গনি, শেখ হারুন উর রশিদ, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মনোনিত প্রার্থী জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামকে নির্বাচিত করতে এক হয়ে কাজ করার আহবান জানান। এসময় জেলা কমিটির নেতৃবৃন্দ, সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম।