স্টাফ রিপোর্টার \ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় শোকাহত আগস্ট উপলক্ষে মাস ব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা আ’লীগ। কর্মসূচি হলো আগামী ৬ আগস্ট বিকালে জেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সাতক্ষীরা শহরে বসবাসকারী জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং জেলা আ’লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, আহবায়ক-যুগ্ম আহবায়কদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জেলা আ’লীগের সাঃ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ মোঃ নজরুল ইসলাম।