স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা ছফুরুন্নেছা মহিলা কলেজের হলরুমে কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির জেলা সভাপতি ও সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ অধ্যক্ষ মোঃ মোবাশ্বেরুল হক জ্যোতি, রাজবাড়ী কাটুনিয়া কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওহাব, রোকেয়া মুনছুর মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম জাফরুল্লাহ, দেবহাটা কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান,কাজির হাট কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল আলম, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যাপক মোঃ ইউনুস আলী খান, অধ্যাপক মোঃ আবুল খায়ের, অধ্যাপক সফিউল ইসলাম, অধ্যাপক নন্দী বাবু,অধ্যাপক মোঃ মনিরুজ্জামান। এছাড়া সভায় অধিকাংশ কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ সহ প্রায় তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সভায় সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমগ্র পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ছফুরুন্নেছা মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ রেজাউল করিম।