স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক বরেন্য ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোঃ বদরুল ইসলাম খানের শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল বিকালে সাতক্ষীরা স্টেডিয়াম ভবনে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপি এম বার, অতিঃ জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, ক্রীড়া সংস্থার সহসভাপতি আশরাফুজ্জামান আশু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি শেখ নাসেরুল হক, সহ জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য, ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের ইমাম, হাফেজ জাহিদুল ইসলাম।