স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ৪৫০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মাদক ব্যবসায়ী সদর উপজেলার কুশখালী মাঝের পাড়া গ্রামের মোঃ জুম্মান আলীর পুত্র সাজু আহম্মেদ (৪০)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গতকাল অভিযান চালিয়ে সাজু আহম্মেদকে ৪৫০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে সদর থানায় মামলা পূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।