স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় ৬৫ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক কলারোয়া উপজেলার দামুদরকাটি গ্রামের মৃত মোফাজ্জল আলীর পুত্র মাদক ব্যবসায়ী সফিজুল ইসলাম(৪০)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, কলারোয়া অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিবি পুলিশের একটি টিম গতকাল রাতে কলারোয়া ব্রজবাকস এলাকায় অভিযান চালায়। এসময় জনৈক সামছুরের কৃষি জমির দক্ষিন পাশে ব্রজবাকস টু সোনাবাড়িয়া গামী পাকা রাস্তার উপর হইতে ৬৫ বোতল অবৈধ ফেন্সিডিল সহ আসামী সফিজুলকে আটক করে। আসামীর বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ এই তথ্য নিশ্চিত করে বলেন, জেলার সকল এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।