সাতক্ষীরায় গ্যাস ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে আত্মপ্রকাশ করেছে জেলা গ্যাস ব্যবসায়ী সমিতি। গতকাল সমিতির কমিটি গঠন উপলক্ষে সুলতানপুরস্থ অস্থায়ী কার্যালয়ে বিএম গ্যাসের পরিবেশক এড. গোলাম মোস্তফার সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, যমুনা, বেক্সিমকো, জে এম আই, ইউনি গ্যাসের সাতক্ষীরার পরিবেশক মো: রাশিদুজ্জামান রাশি, ডেল্টা, পেট্রোম্যাক্স, দুবাই বাংলা গ্যাসের পরিবেশক প্রাণ নাথ দাস, লাফ্স ও জি গ্যাসের পরিবেশক আহসান উদ্দিন বাবু, ওমেরা গ্যাসের পরিবেশক মো: সবুর আলম, বসুন্ধারা গ্যাসের পরিবেশকের প্রতিনিধি শাহাবাজ হোসেন, বেক্সিমকো গ্যাসের কলারোয়া পরিবেশক আসাদুল ইসলাম, নাভানা গ্যাসের পরিবেশক শেখ রাজিব হোসেন, সেনা গ্যাসের পরিবেশক স ম আবু ওবায়দুলাহ(শ্যামনগর), সৈয়দ কামাল(কলারোয়া), যমুনা গ্যাসের পরিবেশক দোস্ত মাহমুদ(কলারোয়া) প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে এড. গোলাম মোস্তফাকে সভাপতি ও মো: রাশেদুজ্জামান রাশিকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা গ্যাস ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি জুনায়েদ হোসেন লষ্কর বায়রন, সহ-সভাপতি প্রাণ নাথ দাস, মো: সবুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আহছান উদ্দীন বাবু, দোস্ত মাহমুদ(কলারোয়া), সাংগঠনিক সম্পাদক মো: আসাদুল ইসলাম (কলারোয়া), প্রচার সম্পাদক শেখ রাজিব(পাটকেলঘাটা), দপ্তর সম্পাদক মো: ইব্রাহিম হোসেন (কলারোয়া), সদস্যযথাক্রমে মো: মারিফুল ইসলাম বাবু(শ্যামনগর), মো: সাহেব আলী(কলারোয়া), রফিকুল ইসলাম (শ্যামনগর), সৈয়দ কামাল (শ্যামনগর), গাজী নজরুল ইসলাম (শ্যামনগর), মুকুল হোসেন (শ্যামনগর), স ম আবু ওবাদুলাহ(শ্যামনগর), মো: হাফিজ উদ্দীন (কালিগঞ্জ), হাফেজ মাওলানা হেলাল (শ্যামনগর), আসাদুজ্জামান (শ্যামনগর), মো: রাজু (তালা)।-প্রেস বিজ্ঞপ্তি