স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা —২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ১০ টায় তুফান কনভেনশন সেন্টারে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, উপদেষ্টা আইয়ূব হোসেন, মিলন সরকার, ইব্রাহিম হোসেন প্রমূখ। সমিতির বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব বিবরণী পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ মো: রুহুল আমিন। সভাপতি আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির উন্নয়নে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। যেকোনো সিদ্ধান্ত ঐক্য মতের ভিত্তিতে নেওয়া হবে। এর পূর্বে সমিতির মৃত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওবায়দুর রহমান লিটন।