স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির আয়োজনে ২৪ রমজান বিকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সৈয়দ দিদার বখ্ত। অন্যন্যামধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি সাধাঃ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, আলহাজ্ব আবুল ফজল, জেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, আব্দুস সালাম সরদার প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, সৈয়দ মাহমুদ পাপা, মোঃ মুনসুর আলী, মোঃ মশিউর রহমান বাবু, শেখ আব্দুস সাদেক, মোঃ দুররুল হুদা লালু, শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সৈয়দ ইমামুল মোসলেমিন, আশিকুর রহমান বাপ্পী, মোঃ আকরাম হোসেন খান বাপ্পি, শেখ শরিফুজ্জামান বিপুল, মোঃ নাজমুল ইসলাম,মোঃ আবু তাহের, মোঃ আবু ইয়াসিন আলী, মোঃ বদরুজ্জামান বদু, রাজিবুল্লাহ রাজু, কবিরুল ইসলাম ডাবলু সহ জেলা জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক আনোয়ার জাহিদ তপন। দোয়া পরিচালনা করেন পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ কারী শেখ ফিরোজ হাসান।