বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কলারোয়ায় এতিমখানায় কম্বল বিতরণ কলারোয়ার খোরদোয় যুবদলের কর্মী সমাবেশ কুশোডাঙ্গা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সাবেক এমপিকে ফুলেল শুভেচ্ছা কলারোয়ায় বিএনপির সাংগঠনিক আলোচনা সভায় -সাবেক এমপি হাবিব তারুণ্য নির্ভর নেতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে হবে দেবহাটায় যুব বিভাগের ইয়ুথ লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম দেবহাটায় বাংলাদেশ স্কাউটস’র ত্রৈ-বার্ষিক কাউন্সিল সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ শ্যামনগরে এইচডি ব্রিক্স ও এমবি ব্রিক্সকে দেড় লাখ টাকা জরিমানা নিসচা’ডুমুরিয়া উপজেলা শাখার এক জরুরি সভা শ্যামনগরে সুন্দরবন এ্যাপোলো হসপিটাল ও সেবা ক্লিনিক বন্ধ ঘোষণা

সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রয়াত সম্পাদকের স্মরনে স্মরণ সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে ছয় পত্রিকার প্রয়াত সম্পাদকের স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এসএম মহিদার রহমান, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। তিনি বলেন, আসা যাওয়া আবহমান রীতি মানতে হবে। আমাদের মাঝ থেকে অনেককে হারিয়েছি। তারা আমাদের মাঝে আর ফিরে আসবে না। আপন আলোয় উদ্ভাসিত হয়ে তাদের কৃত কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। ছয় পত্রিকার প্রয়াত সম্পাদক শুধু সাংবাদিক ছিলেন না তারা সাংবাদিক গড়ার কারিগর। এই ধরনের ব্যতিক্রম অনুষ্ঠান আয়োজন করাই জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনকে স্বাগত জানাই। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত সম্পাদকদের স্মরন রাখতে হবে। জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, মুক্ত স্বাধীন সম্পাদক মোঃ আবুল কালাম, আজকের সাতক্ষীরা নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিনুজ্জামান বাবু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাইফুল বারী সফু, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আবুল কালাম আজাদ, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, মোশারাফ হোসেন, হাসান গফুর, শাহনেওয়াজ মাহমুদ রনি প্রমুখ। সভাপতির সমাপনী বক্তব্যে জিএম নূর ইসলাম বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। সাংবাদিকদের ভাল ও মন্দ দুটোই সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকদের ভাল লেখনির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে হবে। জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের এ ধরনের কর্মকান্ডকে তিনি স্বাগত জানান এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সভা শেষে ছয় সম্পাদকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কেএম আনিছুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com