স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২ টায় সাবেক আলিপুর ট্রাক টার্মিনালে জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সাইফুল করিম সাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ। এসময় শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রম দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন শাহীন।