স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির জরুরী সভা ও ঈদ পুনমিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টারে জেলা নাগরিক কমিটির সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সহ সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, যুগ্ম সম্পাদক জ্যোস্না আরা, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, ফরিদা আক্তার বিউটি, জন সংযোগ সম্পাদক ও মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, মোহাম্মাদ আলী সিদ্দিকী, অধ্যাপক আবুল কাশেম, রেজাউল করিম, নির্বাহী সদস্য মাছুদুর জামান সুমন। বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক নাগরিক সুবিধা গ্রহনে ভোগান্তির স্বীকার হচ্ছে। বিশেষ করে পানির বিল, ট্যাক্স বিল, ওয়ারেশ কায়েম সনদ, নাগরিক সনদ, সহ বিভিন্ন বিষয়ে সুবিধা গ্রহন করতে গেলে নাগরিকরা ন্যার্য্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যে কাজটি একদিনে সম্ভব সেটির জন্য প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে বারবার যেতে হচ্ছে। শুধু তাই নয় পৌরসভার কর্মচারীদের বিভিন্ন উৎসব ভাতা গ্রহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মইন-উর রশিদ, সোহরাব হোসেন বাবু, মো: নাসির উদ্দীন, বিপুল সাহা, ইসমাইল হোসেন, হাফিজুর রহমান, মীর তাজুল ইসলাম রিপন, হায়দার আলী, মুরশিদা আক্তার, খুরশিদ জাহান শিলা, এসএম মহিদার রহমান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, পৌরসভার নাগরিক অধিকার নিশ্চিত করতে এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারনের লক্ষ্যে আগামী ১২ই মে সকাল ১১টায় নিউ মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীপরিষদ বরাবর স্মারক লিপি প্রদান করা হবে। সভা শেষে নাগরিক কমিটির সাধারন সম্পাদক মশিউর রহমান বাবুর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল।