স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে সংগঠনের সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, মুর্শিদা আক্তার, যুগ্ম সম্পাদক রেবেকা সুলতানা, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, কামরুজ্জামান রাসেল, আশরাফুল কমির ধনি, হাফিজুর রহমান, জিএম সালাউদ্দিন, আশরাফ উদ্দিন, শেখ সোহরাব হোসেন বাবু, মো: শফিউদ্দীন, মো: মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আবুল কাশেম, মো: আমিনুর রহমান, মো: জামাত, মো: মুছা করিম, সামসুদ্দীন বাবলু, সম আপতাবুজ্জামান, ফরিদা আক্তার বিউটি, মো: নাছির উদ্দিন, নাছিমা খাতুন, মো: আব্দুস সোবহান মো: নুরুল হক সহ অন্যান্যরা। বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার নাগরিকরা নার্য্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জন্ম সনদ, মৃত্যু সনদ, ট্রেডলাইসেন্স গ্রহন করতে গিয়ে হয়রানীর স্বীকার হচ্ছে। বিশেষ করে পানির বিল নিয়ে চলছে দ্বিধাদ্বন্দ। শহরের নিন্ম অঞ্চল জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন সমস্যা সমাধানে সংসদ সদস্য ও জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সিদ্ধান্ত গ্রহন করা হয়। এমনকি জেলার কিছু উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতির জন্য ঢাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া ভোমরা বন্দরে কাস্টম কমিশন নিয়োগ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সাধারন সম্পাদক মো: মশিউর রহমান বাবু।